অনৈতিক প্রস্তাবে ঋণদাতাকে জুতাপেটা (ভিডিও)

ঋণ দেয়ার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ায় ভারতের একটি ব্যাংকের স্থানীয় ম্যানেজারকে জুতাপেটা করলো নারী।
ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালুরু থেকে ২৬০ কিলোমিটার দূরে দক্ষিণ কর্ণাটকের দেওয়ানগর শহরের রাস্তায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার কারন ভারতে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল এমন সময় এই ঘটনা ঘটল।
ভিডিওটিতে দেখা যায়, যে নারী ঋণ নিতে চেয়েছিলেন তিনি ওই ব্যাংক ম্যানেজারকে রাস্তায় মোটা কাঠের একটি লাঠি দিয়ে ইচ্ছেমত পিটাচ্ছেন।
আর ব্যাংক ম্যানেজারের কলার চেপে তাকে থাপ্পড়াচ্ছেন। তারপর কলার টেনে মারতে মারতে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন। আর ব্যাংক ম্যানেজার উল্টো দিকে যেতে চাচ্ছিল। এসময় নারীটি তার পায়ের জুতা খুলে ওই ব্যাংক ম্যানেজারের গালে মারতে দেখা যায়।
আরআইএস