ভূমিকম্পের ৯ম দিনে কিশোরকে ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার

একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে তুরস্ক ও সিরিয়ায়। ভূমিকম্পের ৯ম দিনে মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকর্মীরা মঙ্গলবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর ওই কিশোরকে জীবিত উদ্ধার করেন। খবর ডেইলি সাবাহর।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।
আইকে