ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৩


১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫১

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতের এ হামলায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। খবর রয়টার্সের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, মুখোশ পরা সন্দেহভাজন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি এলাকায় গুলি ছোড়ে। আবাসিক হল বার্কে এবং ক্রীড়াঙ্গন আইএম ইস্ট ছিলো তার লক্ষ্য।

এদিকে খবর পেয়েই তল্লাশি শুরু করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়ে এখন পর্যন্ত হামলাকারীকে ধরতে পারেনি। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মকর্তাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ক্লাস-পরীক্ষা এবং নিয়মিত কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইকে