ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ইসরায়েলের ‘হাইফা বন্দর’ কিনে নিল ভারতের আদানি


২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৬

১২০ কোটি ডলারের বিনিময়ে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিলো ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকতা শেষে পোর্টের মালিকানা পেল গ্রুপটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খোদ ধনকুবের গৌতম আদানি উপস্থিত ছিলেন। ইসরায়েলের তরফ থেকে সই করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ সময় ভারতীয় শিল্পপতির ভূয়সী প্রশংসা করে ইহুদি নেতা বলেন, ‘আমি মনে করি এটি একটি বিশাল মাইলফলক। আদানির বিনিয়োগে আমরা সত্যি কৃতজ্ঞ ’

উল্লেখ্য, গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। তখন দরপত্র জেতে ভারতের আদানি গোষ্ঠী এবং স্থানীয় রাসায়নিক ও রসদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত।

জানা যায়, মূলত খরচ হ্রাস এবং জাহাজ আনলোডের সময় কমাতে রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে বেসরকারি বিনিয়োগ বাড়াচ্ছে ইসরায়েল।

আইকে