ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


জর্জিয়ায় সাবেক সেনার গুলিতে নিহত ৬


২২ জানুয়ারী ২০২৩ ০০:৪৫

জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্যের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন। এছাড়াও পুলিশ সদস্যের ওপরও গুলি ছুড়ে ওই সেনাসদস্য। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একপর্যায়ে পুলিশ পুরো ভবনটি ঘিরে ফেললে পালানোর পথ খুঁজে না পেয়ে নিজের গুলি দিয়েই ওই সেনাসদস্য আত্মহত্যা করেন। তবে, কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন, তা জানা যায়নি।

জানা গেছে, ওই সেনাসদস্য আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন।

সূত্র : সিএনএন, ডয়সে ভেলে

আইকে