ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেল ২ ফিলিস্তিনির


২০ জানুয়ারী ২০২৩ ০৮:৪০

ইসরায়েলি সেনাদের গুলিতে শিক্ষকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলেন স্কুল শিক্ষক জাওয়াদ ফরিদ বাওয়াকনেহ (৫৭) ও আদম জাবারিন (২৮)।

এ নিয়ে চলতি বছরে মোট ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

উল্লেখ্য, বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলজুড়ে অন্তত ২৬ ইসরায়েলি এবং ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ, আলজাজিরা

আইকে