ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


প্লেন থেকে পড়ে গেলেন এয়ার হোস্টেস!


১৬ অক্টোবর ২০১৮ ২১:৩০

ভারতের মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে পড়ে গেছেন এক এয়ার হোস্টেস।

দুর্ঘটনায় তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। চিকিৎসার জন্য তাকে নানাভাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টির কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

জানা যাায়, তবে ঘটনার সময় প্লেনটি আকাশে নয়, এয়ারপোর্টেই ছিল।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগের প্রাক্কালে বিমানের দরজা বন্ধ করতে গিয়ে পড়ে যান ৫৩ বছরের ওই নারী।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সকালে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট এআই ৮৬৪-তে এই ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন কেবিন ক্রু হারশা লোবো বোয়িং-৭৭৭-এর দরজা বন্ধ করতে গিয়ে টারমাকে (বিমান উড্ডয়ন পথ) পড়ে যান।

অারআইএস