ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আফগানিস্তানের সাবেক নারী এমপিকে নিজ বাড়িতে হত্যা


১৭ জানুয়ারী ২০২৩ ০২:৩২

আফগানিস্তানের সাবেক নারী এমপি মুরসাল নাবিজাদাকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। নিহত হয়েছেন তার দেহরক্ষীও। এ হামলায় আহত হয়েছেন মুরসাল নাবিজাদার ভাই ও অপর দেহরক্ষী।

রবিবার রাজধানী কাবুলে ঘটে এ ঘটনা। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে থেকে যাওয়া হাতে গোনা কয়েকজন নারী এমপির মধ্যে ছিলেন মুরসাল নাবিজাদা।

আফগান পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় রাত ৩টার দিকে বাড়িতে ঢুকে গোলাগুলি করে আততায়ীরা। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

আইকে