ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বিমান দুর্ঘটনায় নেপালে এক দিনের রাষ্ট্রীয় শোক


১৬ জানুয়ারী ২০২৩ ১১:৪৪

নেপালে পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়া বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এসময় বিমানটিতে আগুন ধরে গেলে প্রাণ হারান বিমানটি থাকা ৬৮ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

এদিকে বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার।

বিমানটিতে ক্রু মেম্বারসহ মোট ৭২ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

এছাড়া বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আইকে