ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮


১৬ জানুয়ারী ২০২৩ ০৭:২২

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল। রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় ভয়াবহ এই দুর্ঘটনায় সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আইকে