নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৬

পোখারায় ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। এসময় দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর কাঠমান্ডু পোস্ট’র।
বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছেন পোখারা বিমানবন্দরের ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাওলা।
জানা গেছে, বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিরাট ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, পোখারা বিমানবন্দরে ল্যাণ্ড করার মুহূর্তেই বিমানটি ক্রাশ করে। বৈরি আবহাওয়ার জন্য এমনটি হতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন।
ইতোমধ্যে হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন।
আইকে