ইউক্রেনে নতুন রুশ কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

ইউক্রেন অভিযানে নেতৃত্বের জন্য এবার নতুন কমান্ডার হিসেবে চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভকে নিয়োগ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। খবর আলজাজিরার।
নিয়োগের মাত্র তিন মাসের মাথায় সরিয়ে দেয়া হলো জেনারেল সের্গেই সুরোভিকিনকে।
সম্প্রতি ফ্রন্টলাইনে বড় ধরনের প্রাণহানি হয় রুশ সেনাদের। ক্ষয়ক্ষতির শিকার হয় বেশ কয়েকটি ঘাঁটি। পূর্বাঞ্চলে ক্রেমলিনের শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণার কয়েকদিনের মাথাতেই এলো কমান্ডার পরিবর্তনের সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্যালেরি। সোভিয়েত আমলের পর সবচেয়ে দীর্ঘসময় এ পদে থাকা ব্যক্তি তিনি।
আাইকে