প্রেমিকার জন্য চুরি করে ধরা খেলেন গুগল কর্মী

প্রেমিকার জন্য চুরি করে ধরা খেয়েছেন গুগলের ২৪ বছর বয়সী এক ইঞ্জিনিয়ার।
গত ১১ সেপ্টেম্বর রাজধানী দিল্লির তাজ প্যালেসে গুগলের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই দেবযানি জেইন নামে এক নারীর ব্যাগ থেকে ১০ হাজার রুপি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি মামলাও করেন তিনি।
ঘটনার তদন্তে হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। সেখান থেকেই দেখা যায়, ইঞ্জিনিয়ার গর্বিত ওই নারীর ব্যাগ থেকে টাকা চুরি করেছেন।
তখন ভারতীয় নাগরিক গর্বিতকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হাজতে চুরির কথা স্বীকার করেছেন তিনি। এ সময় তার কাছ থেকে তিন হাজার রুপি পাওয়া গেছে। বাকি টাকা তিনি প্রেমিকার জন্য খরচ করেছেন বলে জানিয়েছেন।
গর্বিত জানিয়েছেন, আর্থিক অনটনের মধ্যে চলছিলেন তিনি। তার মধ্যে প্রেমিকার চাহিদা মেটাতেই এই কাজ করেছেন।
অারআইএস