আইএসআই প্রধান আসিম মনির

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স-আইএসআই) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মনির। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া উইংয়ের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ডনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইয়ের সদ্য প্রাক্তন ডিজি নাভিদ মুক্তার অবসরে যাচ্ছেন। তবে পরবর্তী ডিজি যে মনির হতে যাচ্ছেন এটা আগে থেকে অনেকে ধারণা করছিলেন। গত সেপ্টেম্বর মাসে দেশটির সেনাবাহিনীতে আসিম মনিরসহ আরো ৫ জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়।
চলতি বছরের মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল আসিম মনির 'হিলাল-ই-ইমতিয়াজ' পদক অর্জন করেন
আরকেএইচ