ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহ তথ্য প্রকাশ


১০ অক্টোবর ২০১৮ ০৫:০৫

প্রতিদিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার নিয়ে ভীতিকর তথ্য দিয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেল_আইপিসিসি। এতে বলা হয়, কার্বন নিঃসরণের বর্তমান ধারা চলমান থাকলে আগামী ২০৩০ সালের মধ্যেই উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাবে। আর এটি জীব-বৈচিত্রের জন্য ভয়াবহ নেতিবাচক প্রভাবের কারণ হবে।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রকাশিত বিশেষ ওই প্রতিবেদনটি ৬ হাজার নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিয়ে তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ১২ বছরের মধ্যে পৃথিবীতে খরা,বন্যা আর ভয়াবহ তাপপ্রবাহের মতো মহাবিপর্যয় নেমে আসতে পারে। উষ্ণতা বৃদ্ধির বিপর্যয়পূর্ণ এই মাত্রার লাগাম টেনে ধরতে ‘সমাজের সবক্ষেত্রে দ্রুত,বহুদূরপ্রসারিত ও নজিরবিহীন পরিবর্তন’র অপরিহার্য।

এদিকে আইপিসিসিরের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন একদল পরিবেশ বিজ্ঞানী মনে করছেন, গুরুত্বপূর্ণ অনেক হুমকির প্রসঙ্গ ওই প্রতিবেদনে উপেক্ষিতই থেকে গেছে। তাদের দাবি, উষ্ণতা বৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়ে এরইমধ্যে প্রকাশ্যে আসা হুমকিগুলোকেই সামনে এনেছে আইপিসিসি। তবে ওই বিজ্ঞানীরা মনে করছেন, সম্ভাব্য এমন আরও অনেক হুমকি আছে, যা মানুষের জানার বাইরে।

অজানা সেই হুমকিগুলোকে আমলে নিয়ে তারা বলছেন, ঘটনার ভয়াবহতা সম্পর্কে আইপিসিসি যে সীমারেখা টেনেছে, তাতে মানুষের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি ব্যহত হতে পারে। আমাদের অজান্তেই জলবায়ু পরিবর্তনের ঘূর্ণিপাকে হারিয়ে যেতে পারে আমাদের প্রিয় পৃথিবী।

এসএ