ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


শারীরিক মিলনে আপত্তি করায় স্ত্রীর মাথা কেটে নিলেন স্বামী!


১০ অক্টোবর ২০১৮ ০০:২১

ভারতের তামিল নাড়ু রাজ্যে শারীরিক মিলনে আপত্তি করায় স্ত্রীর মাথা কেটে নিলেন স্বামী। পরে স্বামী কাট্টুরের ডি শঙ্ক সগায়ারাজকে গ্রেপ্তার করেছে পুলিশ

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয়েছিল শঙ্কর-জেসিন্থা দম্পতির। বিয়ের কয়েক সপ্তাহ পর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে ঝামেলা শুরু হয়।

বিমা কোম্পানির এজেন্ট শঙ্কর নিয়মিত কাজে যেতেন না। এই নিয়ে জেসিন্থার সঙ্গে শঙ্করের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক মাস আগে স্ত্রীকে না জানিয়ে তার বেশকিছু গয়না বন্ধক রাখেন শঙ্কর। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়।

পুলিশ জানিয়েছে, জেসিন্থা যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় রেগে যান শঙ্কর। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে যখন জেসিন্থা ঘুমাচ্ছিলেন তখন শঙ্কর তাকে কুপিয়ে খুন করেন। এরপর তার মাথা কেটে নেন।

আরআইএস