ইন্টারপোল প্রধান চীনে আটক

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল প্রধানের নিখোঁজের একদিন পর জানা গেছে মেং হংওয়েই আটক করেছে তার দেশ চীন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, চীনে মেং হোয়াওয়েই-এর বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
গত ২৯ সেপ্টম্বরে মেং চীনের উদ্দেশ্য রওনা হওয়ার পর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিছিন্ন। মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালে ইন্টারপোলে তার দায়িত্ব শেষে হওয়ার কথা রয়েছে।
ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধান মেং হংওয়েই। তার নিখোঁজের বিষয়টি সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী।
ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী ও তার আগে কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চীনের আইন অনুযায়ী, আটকের পর সন্দেহভাজনের পরিবারের সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে জানানোর নিয়ম আছে। ধারণা করা হচ্ছে, মেং-এর আটকের বিষয়ে তার স্ত্রীকে কিছুই জানানো হয়নি।
এসএমএন