এমন মৃত্যুও হয়! (ভিডিও)

কয়েক সেকেন্ডের সময় মাত্র। এর মধ্যেই চুলে গেছে চারটি জীবন। ৪০ ফুট উঁচু একটি বিলবোর্ডের ফ্রেম ভেঙে পড়ে মহুর্তেই কেঁড়ে নেয় এ প্রাণ গুলো। শুক্রবার ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। খবর- হিন্দুস্তান টাইমস।
৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান বিলবোর্ডে চাপা পড়ে এতে ঘটনা স্থলেই চার জনের মৃত্যু হয়। আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বিজ্ঞাপনের জন্য পুনে রেলওয়ে বিভাগের জায়গায় বিলবোর্ডটি রাখা ছিল। শুক্রবার সকালে হঠাৎ বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে দুই রিকশায় থাকা চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। বিলবোর্ডের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...
এসএ