ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


এখানে বউ কিনতে পাওয়া যায়!


৫ অক্টোবর ২০১৮ ২৩:৪৫

মানি ম্যারেজ’ নাম আসলেই অদ্ভুত তাই না ? আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিত্তবানরা চাইলেই অসচ্ছল পরিবারের মেয়েদের টাকা দিয়ে কিনে নিতে পারেন। দেশটিতে এ প্রথাকে বলা হয় ‘মানি ম্যারেজ’।

জানা যায়, কেউ অসুস্থ হলে কিংবা পুলিশি মামলায় জড়িয়ে পড়লে দরিদ্র পরিবারগুলো টাকার বিনিময়ে তাদের মেয়েদের কিংবা বউকে স্বেচ্ছায় এ ধরনের বিয়ে দিয়ে থাকেন।

এ ধরনের বিয়ের শিকার মেয়েদের বলা হয় ‘মানি ওয়াইফ’ বা টাকায় কেনা বউ। অর্থের বিনিময়ে মাত্র পাঁচ বছরের মেয়ে শিশুকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে তুলে দেওয়ার নজিরও রয়েছে।

এ ধরনের বিয়ে আসলে এক ধরনের দাসপ্রথা। আর এর মাধ্যমে চরমভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে নাইজেরিয়ার মেয়ে ও শিশু কিশোরীরা।

গত শতাব্দীর ৯০ দশকে এ ধরনের বিবাহ প্রথা বাতিল করা হয়। তবে এ প্রথা দেশটির সমাজে এখনো চলছে।

আরআইএস