যুক্তরাষ্ট্রের গালে চড় মারব: আয়াতুল্লাহ খামেনি

ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনি হুশিয়ারি দিয়ে বলেন, নিষেধাজ্ঞা মোকাবিলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গালে চড় মারাব। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে দেশটির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। রাজধানী তেহরানে তিনি হাজারও বেসিজ মিলিশিয়া ও রেভ্যুলেশনারি গার্ড নেতার সামনে এ বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের কারণে ইরান বেশ বেগতিক অবস্থায় পড়েছে। এ নিয়ে দেশ দুটির শীর্ষ নেতা ও কূটনীতিকরা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে ক্ষোভ ঝেরে চলেছেন। তাই ইরানের প্রধান নেতা এমন ঝাঁজালো মন্তব্য করলেন।
খামেনি বলেন, ‘সৃষ্টিকর্তার দয়ায় আমরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ব। নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়া মানেই আমেরিকার বিরুদ্ধে লড়া। নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ে ইরানের জনগণ অবশ্যই যুক্তরাষ্ট্রের গালে চড় মারবে’।
আইএমটি