ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


ভালোবাসার ২৬ বছর


৪ অক্টোবর ২০১৮ ২৩:৩৬

হোয়াইট হাউসের সাবেক বাসিন্দা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মিষ্টি এক বার্তা প্রকাশ করেছেন। যে বার্তায় রয়েছে এক ভালোবাসার মিষ্টি গন্ধ।

এই সাবেক প্রেসিডেন্ট সেখানে টুইটে লিখে ২৬ তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রীকে।

ওবামা লিখেছেন, ‘শুভ বিবাহ বার্ষিকী মিশেল! ২৬ বছর ধরে একজন অসাধারণ অংশীদার হয়ে তুমি আমার পাশে আছো। তুমি এমন একজন, যে সবসময় আমাকে হাসাতে পারো। তুমি আমার প্রিয় ব্যক্তি যাকে নিয়ে পৃথিবী দেখা যায়।’

উত্তরে মিশেল লিখেছেন, ‘২৬ বছরেরও বেশি সময় ধরে আমাকে ভালবাসা, সম্মান করা এবং আস্থা রাখার জন্য তোমাকে ধন্যবাদ বারাক… তুমি সবসময় আমাকে এবং আমাদের সন্তানদের উজ্জীবিত করেছ, ভালবেসেছ। যতগুলো দিন আমি তোমার সঙ্গে কাটিয়েছি, শুধু এটাই বলতে পারি, আমাদের জন্য তুমি অমূল্য একটি সম্পদ।’

শিকাগোর একটি আইনি সংস্থায় কর্মরত অবস্থায় ১৯৮৯ সালে মিশেল রবিনসন ও বারাক ওবামার প্রথম দেখা হয়। এরপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ১৯৯২ সালে বিয়ে করেন তাঁরা। মালিয়া ও শাসা নামে তাদের দু’টি মেয়ে রয়েছে।

বারাক ওবামা এবং মিশেল ওবামার কথা। একসঙ্গে জীবনের ২৬ টি বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে এই জুটি যতটা জনপ্রিয় ছিল, এখনো ঠিক ততটাই শক্ত।

আরআইএস