ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ইন্দোনেশিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনা


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪২

বিশ্বব্যাপী জেঁকে বসা প্রাণঘাতি করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। গত দু’মাসে প্রকোপ অনেকটা কমে গেলেও চলতি মাসের শুরু থেকে অবস্থার অবনতি ঘটে। যেখানে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। প্রাণহানি ১০ হাজার ছুঁই ছুঁই।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ১৬০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ হাজার ৮৩৭ জনে ঠেকেছে।

আক্রান্তের তালিকায় ২৩ নম্বরে অবস্থান করা ইন্দোনেশিয়ায় সুস্থতা লাভ করেছেন এখন পর্যন্ত ১ লাখ ৮৪ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনে ৩ হাজার ৯৭১ জন রোগী করোনামুক্ত হয়েছেন।