ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিমান হামলায় আফগানিস্তানে ৩০ তালেবান নিহত


২১ সেপ্টেম্বর ২০২০ ০১:৩১

তালেবানদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। শনিবার এসব হামলায় অন্তত ৩০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তালেবান অবশ্য দাবি করেছে, বিমান হামলায় প্রায় দুই ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এমন সময় এই হামলার খবর এলো যখন কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ (শনিবার) সকালে তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলায় অবস্থান স্থলে (আফগান সেনাবাহিনীর) হামলা চালিয়েছে। সক্রিয় আত্মরক্ষা প্রক্রিয়ায় সেনাবাহিনী হামলা প্রতিহত করেছে।’

তিনি জানান, ৩০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে দুই কমান্ডার রয়েছেন।

পাল্টা বিবৃতিতে তালেবান দাবি করেছে, হামলায় তাদের কোনো যোদ্ধা নিহত হয়নি। বরং ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

স্থানীয় হাসপাতালের পরিচালক মোহাম্মদ নাইম মঙ্গল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাসপাতালে তিন নিহত ও তিন আহত বেসামরিক নাগরিককে নিয়ে আসা হয়েছিল।