ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


তিন-চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে: ট্রাম্প


১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৯

প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সময় আরও কিছুটা এগিয়ে আনলেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘সম্ভবত তিন থেকে চার সপ্তাহের মধ্যে করোনার টিকা হাতের নাগালে আসবে।’

মঙ্গলবার সকালে ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘চার সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন আসবে। তবে আট সপ্তাহও লাগতে পারে।’

এরপর এবিসি নিউজে সম্প্রচারিত টাউন হলের প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শিগগিরই টিকা পেতে যাচ্ছি। আর কয়েক সপ্তাহর অপেক্ষা। আপনাদের বলছি, এটা হতে পারে তিন সপ্তাহ, চার সপ্তাহ।’

প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেট উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে দ্রুত টিকা তৈরি করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক ও বিজ্ঞানীদের ওপর রাজনৈতিক চাপ দিচ্ছেন ট্রাম্প।

এদিকে, মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘এ বছরের শেষদিকে ভ্যাকসিনের অনুমোদন মিলতে পারে।’

টাউন হলের প্রশ্নোত্তর পর্বে ভোটাররা ট্রাম্পের কাছে জানতে চান, প্রায় দুই লাখ লোকের প্রাণহানির জন্য দায়ী করোনাকে কেন উপেক্ষা করেছিলেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একে হালকাভাবে দেখিনি। আমি কাজ করে দেখিয়েছি, বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি। চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি, ইউরোপের সঙ্গেও। যদি তা না করতাম আরও আমেরিকান মারা যেতো। আপনারা এটাকে প্রতিভা কিংবা সৌভাগ্য যা-ই বলুন, এটি খুব গুরুত্বপূর্ণ ছিল।’