ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


রাজস্থানে ১১ জনের মৃত্যু : ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৭

ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন।

পাক কর্মকর্তারা তাদের ১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সব তথ্য ইসলামাবাদকে দেয়ার জন্য নয়া দিল্লির প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়।

নয়া দিল্লির পাকিস্তান দূতাবাস বারবার তাগিদ দেয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনও ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।

নয়া দিল্লি পাকিস্তানি ওই পরিবারের সব সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।