ঢাকা মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৬শে চৈত্র ১৪৩১


ইন্দোনেশিয়ায় আবারও ৫.৯ মাত্রার ভূমিকম্প


৩ অক্টোবর ২০১৮ ০০:২৩

ইন্দোনেশিয়ায় ভুমিকম্পে ৮৪০ জন গণককর দেওয়ার পর পরই ৫.৯ মাত্রায় কেঁপে উঠল দেশটি। মাত্র ৪ দিন আগে ৭.৫ মাত্রায় ভুমিকম্প ও সুনামির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটির।

ইন্দোনেশিয়ায় দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেসের কাছে মঙ্গলবার (২ অক্টোবর) ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার ফ্লোরেসের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এনেদ শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছেন ইউএসজিএস। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইন্দোনেশিয়ায় সুলাওয়েশি দ্বীপে শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৪৪ জন। সুনামিতে দেশটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। চারদিন পরও সেখানে উদ্ধার কাজ চলছে। গত শুক্রবারের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

এসএমএন