ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দক্ষিণ সুদানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৭০


১২ আগস্ট ২০২০ ২০:৫৭

ছবি সংগৃহীত

দক্ষিণ সুদানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে সশস্ত্র বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় মতবিরোধের জের ধরে গত সপ্তাহে দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দক্ষিণ সুদানিজ প্রেসিডেন্ট সালভা কির এবং প্রতিদ্বন্দ্বী রিক মাচারের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তিতে নাগরিকদের নিরস্ত্রীকরণের বিষয়ে বলা হয়েছিল। ওয়ারাপের টনজ পূর্ব কাউন্টির কাউন্সিলর জেমস ম্যাবিওর মাকুই জানিয়েছেন, সশস্ত্র জনতা স্থানীয় একটি বাজারে সেনা সদস্যদের কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানালে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সেসময় পাশের বেশ কয়েকজন পথচারীও সংঘর্ষে যোগ দেয়।