ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ১০০, আহত ৪০০০


৫ আগস্ট ২০২০ ২২:১৮

ছবি সংগৃহীত

বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ১০০, আহত ৪০০০বৈরুতের বন্দরে বিস্ফোরণে বিধ্বস্ত একটি এলাকা। লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১০০ হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

বুধবার (৫ আগস্ট) লেবাননের রেড ক্রসের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ফক্সনিউজ এ তথ্য জানায়। মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত। ধোঁয়ায় ছেয়ে যায় গোটা শহরের আকাশ।

এ ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

এদিকে এ ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।