ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৪০ জন


১২ জুলাই ২০২০ ১৮:২১

ছবি অনলাইন

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার এ তথ্য জানানো হয়। শুক্রবার (১০ জুলাই) রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ’ কিলোমিটার উত্তর-পশ্চিমের জেলা মায়াগদিতে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক গয়া নাথ ধকল জানান, ২০ জনের মৃত্যু এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন। মায়াগদিতে নিখোঁজদের খোঁজে এখনও কাজ করছেন উদ্ধারকারীরা। ভূমিধসে আহত ১১ জনকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, প্রতিবেশী জেলা কাস্কিতে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পর্যটন নগরী পোখারার এক সরকারি কর্মকর্তা। আরও সাত জন মারা গেছে দূর পশ্চিমের জেলা জাজারকোটে। এছাড়া মধ্য নেপালের গুলমি, লামজুং ও সিন্ধুপালচোকে বন্যায় সাত জনের মৃত্যু হয়েছে।