ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আগামী সপ্তাহেই মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে ভারত


৭ জুলাই ২০২০ ২০:৩১

ছবি অনলাইন

করোনাভাইরাস প্রতিহত করতে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে ভারতের প্রথম ভ্যাকসিন। কোভ্যাকসিন নামে করোনার এই ভ্যাকসিনটি মানবদেহে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়া। জানা গেছে, প্রাথমিকভাবে এক হাজার একশ জনের শরীরে এই টিকা পরীক্ষা করা হবে।

আগামী সপ্তাহেই হবে প্রথম পরীক্ষা। ১৩ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রথম ধাপের পরীক্ষার ফল সামনে আসলে পরের ধাপের পরীক্ষা হবে। ১২টি প্রতিষ্ঠান বেছে নেওয়া হয়েছে পরীক্ষা চালানোর জন্য। এর মধ্যে রয়েছে দিল্লি ও পাটনার এইমস। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী ১৫ আগস্টের মধ্যে করোনার টিকা আসবে। যদিও সরকারের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন বিজ্ঞানীরা। প্রথম ধাপে অংশ নেবে তিনশ ৭৫ জন। তিনটি ভাগে তাদের ভাগ করা হবে। প্রত্যেককে ১৪ দিন পরপর দুটি ডোজ দেওয়া হবে। প্রথম ধাপ শেষ হলে পরের ধাপের জন্য সাড়ে সাতশ জনকে বেছে নেওয়া হবে। ভারতের কেন্দ্রীয় সরকার বিতর্কে ইতি টেনে সাফ জানিয়ে দিয়েছে, ১৫ আগস্ট নয়, করোনার টিকা ‘কোভ্যাকসিন’ জনসাধারণের জন্য আসতে ২০২১ সাল পর্যন্ত সময় লেগে যাবে। এরই মাঝে আবারো আইসিএমআর জানাল করোনার টিকা মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।