ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আমিরাতে বুধবার চালু হচ্ছে মসজিদ : জুমার নামাজ এখন নয়


৩০ জুন ২০২০ ১৭:৫২

সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে মসজিদসহ সকল উপাসনালয়। ‘দ্য জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টস’ এর পক্ষ থেকে জানানো হয় উপাসনালয়গুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে ৩০ শতাংশ উপস্থিত হতে পারবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুমার নামাজ বন্ধ থাকবে।

এদিকে মসজিদ চালুর আগে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

সকল মসজিদে নির্দেশিকার বিস্তারিত আকারে পোস্টার লাগানো হয়েছে যা মুসল্লিদের অবশ্যই মেনে চলতে হবে।

মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে। নিম্নোক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে :

–প্রতি ২টা সারির মধ্যে একটি সারি ফাঁকা রাখতে হবে।
– প্রতি ২ ব্যক্তির মধ্যে ১.৫ মিটার দূরত্ব।
– সমস্ত মুসল্লিদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।
– সমস্ত মুসল্লিদের নিজস্ব জায়নামাজ (প্রার্থনা মাদুর) মসজিদে আনতে হবে।
– সামাজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে, হাত মেলানো যাবে না।
– নামাযের আগে বা পরে মুসল্লিরা একত্রিত হওয়া যাবে না।
–প্রথম জামাত শেষে ২য় জামাত করা যাবে না।
– জামাত শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে।
– অসুস্থ ব্যক্তি ও কোভিড-১৯ রোগীর সংস্পর্শে যারা আছেন তাদের মসজিদে প্রবেশ নিষেধ।

বয়স সীমাবদ্ধতা…
–১২ বছরের নিচে এবং ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের মসজিদে প্রবেশ নিষেধ।

মসজিদে নামাজের বিধি :
– আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। এর মধ্যে জামাত শেষ করতে হবে।
– আজানের পরপরই জামাত চালু হবে।
– প্রতিটি জামাতের পরেই মাসজিদ বন্ধ হয়ে যাবে।
– যেকোনো কিছু বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ।
– পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীদের নামাজের স্থান বন্ধ থাকবে।
– ওযুখানা বা ওয়াশরুম বন্ধ থাকবে।