মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ভারত

আসন্ন ভারত-রাশিয়া সম্মেলনে দেশটি থেকে অত্যাধুনিক অস্ত্র কেনার ঘোষণা দিতে পারের মোদি সরকার। আর এতে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় আছে ভারত। সম্প্রতি রাশিয়া থেকে অস্ত্র কেনায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপই ভারতের শঙ্কার কারণ বলছেন বিশ্লেষকরা।
এদিকে সম্মেলনে যোগ দিতে ৫ অক্টোবর নয়া দিল্লি পৌঁছাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর-এনডিটিভি।
এতে বলা হয়, দুই দিন ব্যাপী এ সম্মেলনে (৪ ও ৫ অক্টোবর) উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন চুক্তি হতে পারে। এটি দুই দেশের মধ্যে ১৯তম সম্মেলন। সর্বশেষ ২০১৭ সালে রাশিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফর করেছিলেন।
সম্মেলন থেকে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, চারটি প্রজেক্ট ১১৩৫৬ ফ্রিগেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার এবং ২০০টি কেএ-২২৬টি (T) হেলিকপ্টার কেনার ঘোষণা দিতে পারে ভারত।
এসএ