ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩১

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প এবং সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানান, শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে।

৫৪০ জনের বেশি মানুষকে বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৯ জন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পার্বু নুগ্রুহু বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানতে থাকে। বিকেল ৫টা ২ মিনিটে সবচেয়ে বড়টি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। এর ফলে স্থানীয় সময় সন্ধ্যায় পালুসহ দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় প্রায় ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে।

বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ ইন্দোনেশিয়া। গত জুলাই ও আগস্টে পালু শহর থেকে শত কিলোমিটার দূরের লমবোক দ্বীপে দফায় দফায় ভূমিকম্পে ৫০০ লোকের প্রাণহানি হয়।

আইএমটি