ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

রিখটার স্কেল ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে সুলাবেসির দ্বীপে পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ঘণ্টাখানেকের মাথায় সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুর্বো নুগ্রহ সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, আমরা জনগণকে নিরাপদে থাকতে বলছি, তারা যেন ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে সরে থাকেন।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেক এলাকায়ই যোগাযোগ ব্যবস্থা ভালো নয় বিধায় জাতীয় সংস্থা সেখানে যেতে পারছে না। তবে সরকার এ বিষয়ে তদারকি করছে।
এসএ