কুখ্যাত ‘প্রাণঘাতী শহরে’ সব পুলিশের অস্ত্র জব্দ

মেক্সিকোর পর্যটন শহরে অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় অ্যাকাপুলকোর সব পুলিশকে নিরস্ত্রীকরণের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এছাড়াও পুলিশের তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে দু’জন পুলিশ কমান্ডারকে হত্যার অভিযোগে ও একজন হাইওয়ে পুলিশ প্রধানকে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
শহরে অপরাধ বৃদ্ধি এবং পুলিশ বাহিনী তা সামাল দিতে না পারায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় পুলিশি দায়িত্ব পালনের ঘোষণা দেন।
মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের শহরটিতে সবচেয়ে অপরাধপ্রবণ শহর। অঞ্চলটি মূলত মাদক ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বর্তমানে পৃথিবীর অন্যতম কুখ্যাত প্রাণঘাতী শহরে পরিণত হয়েছে শহরটি।
আইএমটি