ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন মহিউদ্দিন ইয়াসিন


২৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩২

মাহাথিরের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রি দাতো সেরি উতামা মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের ১১ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মাহাথিরকে বাদ দিয়ে তার উত্তরসূরী এই মহিউদ্দিনের নাম ঘোষণা করেছিল খোদ মাহাথিরের দল, মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বেরাসাতু)।

বেরাসাতুর ২৬ জন সংসদ সদস্যও তাকে সমর্থন দিয়েছেন বলে শোনা যাচ্ছে। অপরদিকে গাবুনগান পার্টি সারাওয়াক (জিপিএস) এবং পার্টি ওয়ারিসান সাবাহও তাকে সমর্থন দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী পদের শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন মহিউদ্দিন ইয়াসিন। অবশেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিতও হন তিনি।

এদিকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে কয়েক দশক ধরে দেশটিতে প্রভাব বিস্তার করে যাওয়া ৯৪ বছর বয়সী মাহাথিরের একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন মালয়েশিয়ার রাজা। অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার চারদিন পর এমন ঘটনা ঘটল।