ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


প্যারিসে শহীদ মিনারে হাজারো কণ্ঠে একুশের গান


২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৪

হাজারো প্রবাসীর সমবেত কণ্ঠে পরিবেশিত হলো অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে গানটি পরিবেশন করেন হাজারো প্রবাসী।

সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে টানা চতুর্থবারের মত কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা। বাংলাদেশিদের পাশাপাশি এ অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের সাথে ফুল দিতে আসেন অনেক বিদেশিরাও। শিশু থেকে বৃদ্ধ সবার হাতে হাতে ছিল ফুল। রিপাবলিকে শহীদ মিনার ও এর আশপাশ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।

শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ। পরে একে একে ফুল দিয়ে জাতির মহান সন্তানদের স্মরণ করেন তারা। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদ মিনারে আসা মানুষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। অনেকে একুশের গান গেয়ে শহীদদের স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণের পুরোটা সময় শহীদ মিনারে আসা বিভিন্ন সংগঠনের কর্মী, সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন। প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান সেন্দেনিস সিটি কর্পোরেশনের পক্ষে ম্যাথিউ মাতিউ হানাতা, ওশরফ সাদিউল এরপর একে একে সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্স, সেন্দেনিস সিটি কর্পোরেশন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব, মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী সর্ব ইউরোপিয়ান জাতীয় শ্রমিক লীগ, চাঁদপুর জেলা সমাজ কল্যাণ সমিতি, কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স, গাজীপুর জেলা সমিতি ফ্রান্স, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন, ঢাকা বিভাগ এসোসিয়েশন, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ, কুমিল্লা মহানগর এসোসিয়েশন, সর্ব ইউরোপিয়ান জাতীয়তাবাদী যুবদল, যুবলীগ ফ্রান্স, বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স, সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশন, বরিশাল বিভাগীয় কমিউনিটি, ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ, বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ, প্রজন্ম ৭১, অল ইউরোপিয়ান প্রেসক্লাব, নড়াইল জেলা ফ্রান্স প্রবাসী এসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, প্যারিস নগর আওয়ামী লীগ, আমরা জিয়ার সৈনিক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, মা দূর্গা সার্বজনীন দুর্গাপূজা ঐক্য পরিষদ, দিরাই উপজেলা সমাজ কল্যাণ সমিতি, কুলাউড়া উপজেলাবাসী, বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখা, বিয়ানিবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সুনাইমুড়ী এসোসিয়েশন ফ্রান্স, সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি, ইপিএস বাংলা, বাংলা স্কুলসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠন ।

দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাজারো কণ্ঠে একুশের গান, কবিতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান একুশ উদযাপন করা হয়। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ শ্রদ্ধাঞ্জলি অর্পণের লক্ষ্যে শহীদ মিনারের দিকে ধীরলয়ে এগিয়ে যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগামী প্রজন্ম বাংলা ভাষা অর্জনে ও আমাদের গৌরবান্বিত ইতিহাস জানতে এবং ধারণ করতে পারবে এ রকম আয়োজনের মাধ্যমে বলে জানান আয়োজকরা। পাশাপাশি জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবি ও প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য সকল সংগঠনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।