ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


চীনের জেলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, আক্রান্ত ৫০০ বন্দী


২২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৪

করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে চীনের কয়েকটি জেলের প্রায় ৫০০ বন্দী। আজ শুক্রবার ‘দ্য হুবাই ডেইলি’ ও ‘দ্য গ্লোবাল টাইমস’ এ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে 'দ্য গার্ডিয়ান'।

হুবাই ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘উহান উইমেন্স প্রিজন’ এ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ২৩০ জন। এ কারণে ওই কারাগারের প্রধানকে পদচ্যুত করা হয়েছে। এ ছাড়াও ‘শাইয়াং হানজিন’ জেলে ৪১ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে 'দ্য গ্লোবাল টাইমস' এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শাংডং এবং জেইজিয়াং প্রদেশের কয়েকটি জেলে প্রায় ২৩০ জন বন্দী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ জন। গতকাল বৃহস্পতিবার ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশে আরও ১১৫ জন মারা গেছেন। আর বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ১৫৪ জন।