ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


ভারতের ১০০ কোটি মানুষকে শাসন করার শক্তি রাখে ১৫ কোটি মুসলমান: ওয়ারিস পাঠান


২২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫০

ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ওয়ারিস পাঠান বলেছেন, ‘ভারতে মুসলমানদের সংখ্যা মাত্র ১৫ কোটি। তবে এই ১৫ কোটিই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ১০০ কোটি মানুষকে শাসন করার শক্তি রাখে। ১৫ কোটি মুসলমানই ১০০ কোটি হিন্দুকে দমিয়ে রাখতে পারে।’


সম্প্রতি কর্নাটকের গুলবার্গা নামক এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়ারিস পাঠান এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সম্প্রতি আসাদউদ্দিন ওয়াইসির মঞ্চে কর্নাটকের এক তরুণীর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় খবরে যখন বিতর্ক চলছে তখনই ওয়ারিস পাঠানের এমন মন্তব্যে ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

ওই জনসভায় ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় করা বিক্ষোভগুলোতে নারীদের অংশগ্রহণের বিষয় নিয়ে কথা বলেন ওয়ারিস।

ওয়ারিস পাঠান বলেন, ‘অনেকেই বলছেন, আন্দোলনে কেন নারীদের সামনে এগিয়ে দিয়েছি আমরা। আমি তাদের বলতে চাই, শুধুমাত্র সিংহীদের বেরিয়ে আসতে দেখেই আপনাদের ঘাম ঝরছে। তাহলে আপনারা একটু ভাবুনি, আমরা সবাই একসঙ্গে রাস্তায় বেরিয়ে আসলে তখন কী হবে? আমরা শুধুমাত্র ১৫ কোটি। কিন্তু, আমাদের শক্তি এদেশের ১০০ কোটি সংখ্যাগরিষ্ঠ জনগণের থেকে অনেক বেশি।’

মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক আরো বলেন, ‘মনে রাখবেন আজাদি কেউ না দিলে ছিনিয়ে নিতে হয়। আমাদের আজাদি চাই। তাই এক জোট হতে হবে।’