ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মাহাথির

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার ফলে শুধু ইরান নয়, মালয়েশিয়াসহ অন্যান্য অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানে এসব দেশের যে রপ্তানি বাজার ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় একটি সম্মেলনে অংশ নিয়ে মাহাথির এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বলেও মন্তব্য করেন মাহাথির। তিনি বলেন, সনদ অনুসারে কেবল জাতিসংঘেরই নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা থাকতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেছেন। চার বছর আগে ছয়বিশ্বশক্তির সঙ্গে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন তিনি।
নতুনসময়/আইকে