ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বর আসতে দেরি করায় অন্য যুবককে বিয়ে করলেন তরুণী


১১ ডিসেম্বর ২০১৯ ০৫:২২

বর আসার কথা ছিলো দুপুরে। কিন্তু কনের বাড়ি বর পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেলো। আর এতেই ক্ষেপে গেলেন কনে। বিয়ে করে ফেললেন সেখানে থাকা অন্য যুবককে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনাই ঘটেছে। রোববার (০৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, মাসখানেক আগে একটি গণবিবাহ অনুষ্ঠানে ওই পাত্রীকে বিয়ে করেছিলেন যুবক। কিন্তু তখন শ্বশুরবাড়ি যাননি ওই পাত্রী। ঠিক হয়েছিল সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার পরই শ্বশুরবাড়ি যাবেন তিনি।

এর মধ্যে পণ নিয়ে দুই বাড়ির ঝামেলা শুরু হয়। পাত্র পক্ষের দাবি মেটানোর সামর্থ্য মেয়ের বাবার ছিল না। তবুও সামাজিকভাবে আয়োজন করা হয় বিয়ের।

বিয়ের দিন দুপুর ২টার সময় পাত্রের আসার কথা থাকলেও পণ নিয়ে বাকবিতণ্ডায় কেটে যায় বেলা। ফলে বর আসতে দেরি হয়। বরের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পাত্রী পাড়ারই এক যুবককে বিয়ে করতে বসে পড়েছেন।