ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৭ জন নিহত


১৯ নভেম্বর ২০১৯ ২১:২৯

যুক্তরাষ্ট্রে পৃথক দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়ায় চারজন এবং ওকলাহোমায় তিনজন নিহত হয়েছে। বন্দুকধারীর গুলিতে ক্যালিফোর্নিয়ায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। একটি পারিবারিক পার্টিতে বন্দুকধারী হামলা চালালে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রবিবার (১৭ নভেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। স্থানীয় সময় রাত ৮ টার দিকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। জানা গেছে, ইস্ট লেমোনা এভিনিউয়ের ৫৩০০ ব্লকের বাড়িটির পেছনের মাঠে পরিবারের সদস্য ও তাদের বন্ধুসহ ৪৫ জন ফুটবল খেলা দেখতে জড়ো হয়েছিলেন। এ সময় অজ্ঞাত এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালায়। এদিকে, সোমবার (১৮ নভেম্বর) ওকলাহোমার ওয়ালমার্টে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নতুনসময়/আইকে