তামিল ও সংস্কৃত ভাষায় কথা বলবে গরু
-2018-09-20-10-14-46.jpg)
শুধু মানুষ নয় এখন কথা বলতে শিখবে অবলা গরুও। এখন গরুকে শিখানো যাবে তামিল ও সংস্কৃত এই দুই ভাষা এমেন দাবি করেছেন স্বামী নিত্যানন্দ।
কিন্তু কী করে এই প্রাণীকে তিনি ভাষা শেখাতে সফল হবেন? এ বিষয়ে স্বামী নিত্যানন্দ বলেন, ‘অতিপ্রাকৃতিক উপায়ে এই প্রাণীদের কথা শেখানো যেতে পারে।’
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইতিমধ্যেই স্বামী নিত্যানন্দের এই ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে তিনি জানিয়েছেন, বিজ্ঞানকে ব্যবহার করেই গরুকে ভাষা শেখানো যেতে পারে। ভিডিওতে তিনি আরো বলেন, বাঁদরের আমাদের মতো আভ্যন্তরীন অঙ্গ–প্রত্যঙ্গ না থাকলেও রয়েছে বিশেষ ধরনের অবচেতন মন। যার মাধ্যমে মানবদেহের প্রত্যঙ্গগুলি তারা নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারে। এটা একেবারেই বিজ্ঞানভিত্তিক, গবেষণা করে দেখা গিয়েছে।’
এরপর নিত্যানন্দ বলেন, আমি সাধারণভাবে এই সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, কিন্তু দেখলাম সফটওয়্যারটা ভালই কাজ করছে। আগামী একবছরের মধ্যে এই সফটওয়্যারের মাধ্যমে গরুকে ভাষা শেখানো হবে।
এখানেই শেষ নয়, স্বষোষিত এই ধর্মগুরু বলেন, ‘আমি বাঁদর, সিংহ এবং বাঘের জন্য ওই সফটওয়্যার দিয়ে ভোকাল কার্ড তৈরি করব, যাতে তারা ভাষা বুঝতে ও বলতে পারে। আমরা মহিষ এবং গরুদের ওপর এই ভোকাল কার্ড প্রয়োগ করে তাদের সংস্কৃত ও তামিল ভাষা শেখাবো।’
প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে দক্ষিণ ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দের একটি সেক্স টেপ অনলাইনে ভাইরাল হলে দক্ষিণ ভারতে তুমুল আলোড়ন পড়ে যায়।
এসএমএন