ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালিত


৫ নভেম্বর ২০১৯ ০৯:১৯

ছবি সংগৃহীত

জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতা স্মরণে সভা করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় হেলসিংকির একটি রেস্তরায় ফিনল্যান্ড আওয়ামীলীগ এর সভাপতি জনাব হুমায়ুন কবির র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় পবিত্র কোরান পাঠের মাধ্যমে শুরু হয় । বক্তরা বলেন, “ পনেরো ই আগস্ট ও তিন নভেম্বর এক সুত্র এ গাথা। আওয়ামী লীগ কে নেতৃত্ব শূন্য করার মহা পরিকল্পনা ছিল।”

“দলকে বিশুদ্ধ করতে সভাপতি শেখ হাসিনার নির্দেশে চলমান শুদ্ধি অভিযানের স্বাগত জানায়। এর মধ্য দিয়ে বাঙালির প্রাণের সংগঠন আওয়ামী লীগ জাতিগতভাবেই শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য এক উদাহরণে পরিণত হবে। তৃণমূলের কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এর মধ্য দিয়েই জাতীয় ৪ নেতার আত্মা শান্তি পাবে। কারণ, তারা চেয়েছিলেন দুর্নীতি-স্বজনপ্রীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ।” আলোচনায় আরো অংশ নেন সহ সভাপতি তপনবংবাসী, পলাশ কামালী , ইকবাল হোসেন বকুল, মোস্তফা আজাদ, রাজুমালেক, জিসান আহমেদ, পিটু, জিতু ইসলাম, আবু সুফিআন,  হোসাইন টিপু, জূনায়েদ,রাইসুল, শরীফ, মাসুদ, সিরীন বংগবাসী, নুসরাত হোসেন, বীথি, সালমান মাহবুব