ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


তরুণীর রেকর্ড স্পাইডারওম্যান হয়ে


২ নভেম্বর ২০১৯ ০৪:৫৬

নতুন সময়

ইন্দোনেশিয়ার লোকেরা তাকে ডাকে স্পাইডারওম্যান। ইন্দোনেশিয়ার এই অ্যাথলিট ৬.৯৯৫ সেকেন্ডে কোনো কিছু বেয়ে নারীদের ওপরের ওঠার বিশ্বরেকর্ড ভঙ্গ করেছেন। প্রাচীর বেয়ে দ্রুত ওপরে ওঠায় রেকর্ড সৃষ্টি করেছেন আরিয়েস সুসান্তি রাহায়ু নামে ইন্দোনেশিয়ার এক তরুণী।

তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমি আশা করিনি যে, ৬.৯ সেকেন্ডে আমি এটা শেষ করতে পারবো। গত বছর সময় লেগেছিল ৬.৮ আর অনুশীলনের সময় ৬.৯ সেকেন্ড। ফলে টুর্নামেন্টে ৬.৯ সেকেন্ড শেষ করতে পেরে আমি খুব খুশি।’

তিনি বলেন, আমার কথা হচ্ছে দু:খ পাবেন না, ব্যর্থ হলে হতাশ হবেনা কিছুতেই। নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক অনুভূতিতে পরিণত করুন। আরো ভালভাবে চেষ্টা করুন। ভাল ফল পেতে চেষ্টা করুন। আরিয়েস শিক্ষকের কথায় ১৫ বছর বয়স থেকে প্রাচীর বেয়ে উঠতে শুরু করেন।

২০১৮ সালে বিশ্বকাপ জিতে তিনি এই স্পাইডারওম্যান নাম পেয়েছেন। রাস্তায় কেউ তাকে ‘স্পাইডারওম্যান’ বলে ডাকলে তিনি কিছু মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি তো মাকড়াশার মতই।

আরিয়েস ২০২০ অলিম্পিকের জন্য কঠোর অনুশীলন করছেন। অলিম্পিকে প্রথমবারের মতো আরোহন ইভেন্ট যুক্ত হচ্ছে।

নতুনসময়/এসএম