ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার


২৫ অক্টোবর ২০১৯ ০১:০৭

নতুন সময়

বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই তারকা পেসার নিজের অফিসিয়াল ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে এসব বলেন তিনি।

টাইগার ক্রিকেটারদের পক্ষে শোয়েব বলেন, খেলোয়াড়রা যখন বোর্ডের ওপর নাখোশ হয় তখন ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের সেরা খেলোয়াড়রাও শর্ত রেখেছে তাদের বোর্ডের কাছে। আমি আমার সোর্সের কাছে ফোন করেছিলাম, তাদের কাছে জিজ্ঞাসা করেছি কেন তারা আন্দোলন করছ। একটা কথা মনে রাখবেন, আমি সব সময় খেলোয়াড়দের পক্ষে। সেটা হোক বাংলাদেশ, পাকিস্তান অথবা ভারত। খেলোয়াড়দের সিদ্ধান্ত কখনওই ভুল হতে পারে না। যখনই তাদেরকে দাবানোর চেষ্টা করা হয় তখনই জটিলতা সৃষ্টি হয়।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শোয়েব আখতার বলেন, খেলোয়াড়রা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে। আমি সবসময়ই ক্রিকেটারদের পাশে আছি, সেটি যেকোন দেশেরই হোক না কেন। বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলছে। কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয়নি।

সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন। সঠিক কাজটি তিনি করতে পারছেন না।

শোয়েব বলেন, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা দারুণ করছে সাম্প্রতিক সময়ে। কিন্তু তাদের যথাযথবাবে মূল্যায়ন করা হচ্ছে না। তাদের সুযোগ সুবিধার দাবিগুলো ন্যায্য।

গত সোমবার হঠাৎ করেই ১১ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন সাকিব-তামিমরা। বুধবার গুলশান এক সংবাদ সম্মেলন করে আরও দুটি দাবি সংযোজন করেন ক্রিকেটাররা। অবশ্য বুধবার রাতেই ক্রিকেটারদের সঙ্গে বসে তাদের দাবি-দাওয়া মেনে নেন বিসিবি সভাপতি।

নতুনসময়/এসএম