ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


যৌনকর্মীদের ওয়েবসাইট থেকে গ্রাহকদের তথ্য হ্যাক


১৬ অক্টোবর ২০১৯ ০৪:৩৫

ফাইল ফটো

নেদারল্যান্ডসে যৌনকর্মীদের ওয়েবসাইটে ঢুকে প্রায় আড়াই লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, চ্যাট রুম সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে এই হামলা চালিয়েছে হ্যাকার দল। আগের মাসেই এই ত্রুটি ধরতে পেরেছিলো ওয়েবসাইটটি। চুরি করা ডেটা ডার্ক ওয়েব মার্কেটপ্লেইসে বিক্রির জন্য দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, হুকার্স ডটএনএল ওয়েবসাইট থেকে গ্রাহকদের ইমেইল, ইউজারনেইম এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড চুরি করা হয়েছে।

সাইটটির মিডিয়া মুখপাত্র লবারম্যান বলেন, যেসব যৌনকর্মী সাইটটি ব্যবহার করেছেন এবং যেসব গ্রাহক সাইটে ভিজিট করেছেন তাদের ডেটা চুরি এবং বিক্রি হয়ে থাকলে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

ওয়েবসাইটটি তার অ্যাকাউন্টধারীদেরকে তথ্য ফাঁসের ব্যাপারে অবহিত করেছে বলেও জানান তিনি। এজন্য গ্রাহকদেরকে পাসওয়ার্ড বদল করার পরামর্শ দিয়েছে সাইটটি।

নতুনসময়/এসএম