ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় ৪ ভারতীয় খেলোয়াড় প্রাণ হারালেন


১৫ অক্টোবর ২০১৯ ০৪:১০

নতুন সময়

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন চার খেলোয়াড়, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালেই ভারতের মধ্য প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনা। গাড়িতে চেপে যাচ্ছিলেন গুরুত্বপূর্ণ ধ্যান চাঁদ ট্রফিতে খেলতে। কিন্তু মাঝপথেই ধরতে হয়েছে না ফেরার দেশের পথ।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রিসালপুর গ্রামের কাছাকাছি পৌঁছে মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খেলোয়াড়দের বহনকারী গাড়িটি। যা পরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

যেখানে নিহত হয়েছেন দেশটির জাতীয় পর্যায়ের চার হকি খেলোয়াড়। তারা হলেন শাহ নেওয়াজ খান, আদর্শ হারদুয়া, আশিষ লাল এবং অনিকেত। আহত তিনজনের পরিচয় জানাতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ধ্যান চাঁদ ট্রফিতে অংশ নিতে ইতরসি থেকে হোসাঙ্গাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন হকি দলের খেলোয়াড়রা। কিন্তু গন্তব্যের খুব কাছে পৌঁছে হোসাঙ্গাবাদের ৬৯ নং জাতীয় সড়কে রিসালপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় পতিত হয় তাদের গাড়িটি।

নতুনসময়/এসএম