ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত চার


১৩ অক্টোবর ২০১৯ ০৫:০৬

নতুন সময়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুক হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক মুখপাত্র জানান, শনিবার সকাল সাতটার কিছুক্ষণ আগে ঘটনাস্থলটি থেকে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

আহতদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। তাদের জখম প্রাণঘাতী নয় বলেও উল্লেখ করেন এনওয়াইপিডির এই মুখপাত্র।

পুলিশ জানায়, ব্রুকলিনের উইকসভিলে এলাকার 74 উটিকা অ্যাভিনিউতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে হামলাস্থল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের কাছে শুধু প্রাথমিক পর্যায়ের তথ্য আছে। তাই তারা বিস্তারিত জানাতে পারছে না।

নতুনসময়/এসএম