অস্কারজয়ী জেনা ফন্ডা জলবায়ু বিষয়ক বিক্ষোভে থেকে আটক

ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল হিলের সামনে থেকে অস্কারজয়ী জেনা ফন্ডাকে (৮১) আটক করা হয়েছে। গত শুক্রবার সেখানে তিনি জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছিলেন। জেনা ফন্ডা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী, এক্টিভিস্ট ও শরীর চর্চা গুরু। ক্যাপিটেল ভবনের সামনে ১০ মিনিটের বিক্ষোভকালে আরো কয়েকজনের সাথে ফন্ডাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটকের সময় ডাবল অস্কারজয়ী ফন্ডা বলেন, প্রতি শুক্রবার আমরা সমাবেশ করবো। ঝড়, বৃষ্টি, তুষারপাত সব কিছু উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে হাজির হবো। এটাকে বলা হবে ‘ফায়ার ড্রিল ফ্রাইডে’। প্রতি শুক্রবারই আমরা আইন অমান্য করবো আর আটক হবো।
তিনি আরও বলেন, গ্রেটা থানবার্গ আমাকে এই আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। এই কিশোরীই বুঝতে পারছে পৃথিবীতে কী ঘটছে। গ্রেটার খাওয়া-কথা বন্ধ করে দেয়ার খবর সংবাদ মাধ্যমে পড়ে আমাকে আহত করেছে।
এদিকে গ্রেফতারের আগে ফন্ডা এক ছোট সমাবেশে মানবসৃষ্ট কারণে জলবায়ু সংকট তৈরির তীব্র সমালোচনা করে বলেন, এটি একটি যৌথ সমস্যা এবং সমস্যা সমাধানে অবিলম্বে যৌথ পদক্ষেপ নিতে হবে।
পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ অবৈধ বিক্ষোভের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। তবে বিবৃতিতে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উপস্থিত নেতাদের সামনে জলবায়ু বিষয়ক এক বক্তৃতা দেয়ার পর গ্রেটার আলোচনায় আসে। তার দাবিকে সমর্থন করে বিশ্বের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে বিশ্বের প্রায় অর্ধ কোটি মানুষ।
নতুনসময়/এসএম